Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গুরুদয়াল সরকারের বাড়ি
স্থান

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাঠইর গ্রামে অবস্থিত গুরুদয়াল সরকারের বাড়ি

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে বাস, সিএনজি/ অটোরিক্সা যোগে চামটা বন্দর । চামটা বন্দর থেকে নৌকা ট্রলার যোগেে ইটনা

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

কৈবর্তরাজ হিসেবে পরিচিত গুরুদয়াল সরকার ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগ ও দানবীর। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলাধীন ধনপুর ইউনিয়নের কাঠইর গ্রামে অবস্থিত গুরুদয়াল সরকারের বাড়ি। ১৯৪৩ সালে ‘কিশোরগঞ্জ কলেজ নামে গুরুদয়াল কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৪৫ সালে কলেজের আর্থিক দৈন্যদশ কাটাতে কৈবর্তরাজ গুরুদয়াল সরকার পঞ্চাশ হাজার টাকা দান করেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা স্বরুপ কলেজটির নতুন নামকরণ হয় ‘গুরুদয়াল কলেজ’ যা আজ সরকারি গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত হয়েছে।