Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জঙ্গলবাড়ি দুর্গ (ঈশা খাঁর দুর্গ)
স্থান

জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের একরামপুর মোড় থেকে সিএনজি, রিক্সা বা ইজিবাইকে চড়ে সহজেই যেতে পারবেন জঙ্গলবাড়ি দুর্গ

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

বাংলার বারোভুঁইয়ার অন্যতম ঈশা খাঁ’র ২য় রাজধানী ছিল জঙ্গলবাড়ি দুর্গ। জঙ্গলবাড়ি দুর্গ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন জঙ্গলবাড়ি গ্রামে অবস্থিত। ঈশা খাঁ ১৫৮৫ সালে তৎকালীন কোচ রাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে জঙ্গলবাড়ি দুর্গ দখল করেন। দুর্গটিতে ‘প্রাসাদ প্রাচীর’ নামক প্রাচীর দিয়ে উত্তর দক্ষিণে  বিভক্ত  দুটি  চত্ত¡র  রয়েছে। দক্ষিণ  দিকে  একটি   তোরণ  রয়েছে। তোরণটির সামনের দিকে ‘করাচি’ নামে একটি পূর্বমুখী একতলা ভবন রয়েছে। তোরণের পিছনে ‘অন্দর মহল’ নামে দক্ষিণমুখী একতলা একটি ভবন রয়েছে। বাড়ির সামনে তাঁর সময়ের খনন করা একটি দিঘী রয়েছে। তার পাশেই রয়েছে একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। ধারণা করা হয় ঈশা খাঁ’ই মসজিদটি নির্মাণ করেন। ২০০৫ সালের ১২ জুন দুর্গের ভিতরের দরবার গৃহটি সংস্কার করে ‘ঈশা খাঁ’ স্মৃতি জাদুঘর ও পাঠাগার স্থাপন করা হয়। বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গ একটি দৃষ্টিনন্দন প্রতœতাত্তি¡ক স্থাপনা।