Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দিল্লির আখড়া
স্থান

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল নামক গ্রামে

কিভাবে যাওয়া যায়

কিশোরগঞ্জ শহরের একরামপুর নামক স্থান হতে বাস, সিএনজি, অটোরিক্সা যোগে বালিখলা বেড়িবাঁধ হতে নৌকা বা ট্রলার যোগে

যোগাযোগ

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ

বিস্তারিত

মোঘল  সম্রাট  জাহাঙ্গীরের  বদান্যতায়  এই  আখড়া  প্রতিষ্ঠিত হয়েছিল বিধায় এটি দিল্লির আখড়া নামে পরিচিত যার অবস্থান কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটখাল নামক গ্রামে। সাধক নারায়ণ গোস্বামী এই আখড়ার প্রতিষ্ঠাতা। আখড়ার সেবায়েত বৈষ্ণবদের মতে দিল্লির আখড়ার বর্তমান বয়স প্রায় সাড়ে চারশত বছর। আখড়ার ৩৭২ একর জমির চারপাশে বিশাল এলাকাজুড়ে রয়েছে প্রায় তিন হাজার হিজল গাছ।  স¤্রাট  জাহাঙ্গীর  ১২১২  সালে  একটি তামার পাত্রে আখড়ার নামে জমি লিখে দেন। দিল্লির আখড়ায় প্রতি বছর চৈত্র মাসে দুই দিনের মেলা বসে।